নোয়াখালীর সোনাইমুড়ীতে এসো গড়ি উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ, নগদ টাকা ও কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জয়াগ বাজারে এসো গড়ি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপ সচিব) নুসরাত সুলতানা। এসো গড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিষদের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী পরিচালক মো. আবদুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আইয়ুব খান, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশাররফ হোসেন ও শহর সমাজসেবা কার্যালয়ের প্রবেশনার অফিসার ফেরদৌস আলম সরকার।
অনুষ্ঠানে ৬০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ, নগদ টাকা ও কম্বল বিতরণ করা হয়।