হাজীগঞ্জে ক্ষতিপূরণের চেক পেলেন ১৪ জন জমির মালিক

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2023-08-30 22:34:32

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুতের পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন শীর্ষক প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হাজীগঞ্জ উপজেলার টোরাগড় মৌজায় কচুয়া ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্রে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান চেকগুলো বিতরণ করেন। এই প্রকল্পের আওতায় থাকা ১৪ পরিবার ভূমির ক্ষতিপূরণ বাবদ ৪ কোটি ৪৭ লাখ ২ হাজার ৩১৫ টাকা পেয়েছেন।

ওই প্রকল্পে অধিগ্রহণকৃত ভূমির ক্রয়মূল্য ২৫ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৮৩৪ টাকা ২৪ পয়সা। বাকিদের আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে চেক বিতরণ করা হবে ।

ক্ষতিপূরণ পাওয়া পরিবারগুলো হলো, মমিন মিজি, আবু বক্কর, কুদ্দুছুর রহমান, ইকবাল হোসেন মিয়াজী, আব্দুল মতিন, মো. দেলোয়ার হোসেন, আবুল বাসার, পারভিন আক্তার, রেহেনা বেগম, শিরিনা বেগম, মো. তরিক উল্যাহ, মো. ছেফায়েত উল্যাহ, মো, কবির হোসেন ও মো. ইয়াছিন।

চেক বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন, পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন শীর্ষক প্রকল্প পরিচালক এ.কে.এম গাউছ মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও ভূমিদাতা রুহুল আমিন প্রমুখ।

ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তীর সঞ্চালনায় চেক বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া, ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মীরসহ প্রশাসন ও বিদ্যুৎ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন শীর্ষক প্রকল্পে সরকার ৫ একর ভূমি অধিগ্রহণ করেছে।

এ সম্পর্কিত আরও খবর