রাজবাড়ীর গোয়ালন্দে নিজ বাড়ির আঙ্গিনায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে মায়ের নামে মসজিদ নির্মাণ করছেন চিত্রনায়িকা রোজিনা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দের জুরান মোল্লা পাড়াতে মসজিদটির নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
এ সময় রোজিনাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
রোজিনা বলেন, অনেক আগে থেকেই আমার মা খাদিজার নামে একটি মসজিদ নির্মাণ করার পরিকল্পনা ছিল। আজ সেটি বাস্তবায়ন হলো। আমি ভীষণ খুশি। এখন আল্লাহর কাছে একটিই চাওয়া যেন সুন্দর ভাবে মসজিদটির নির্মাণ কাজ শেষ করতে পারি।
মসজিদের কাজ সম্পন্ন হওয়ার পর এলাকাতে একটি চক্ষু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেবেন বলেও তিনি জানান।
মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন শেষে কাজী কেরামত আলী বলেন, মা ও মাটির টানে রোজিনা তার নিজ জন্মভূমিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা হাতে নিয়েছেন। তার এই উন্নয়নমূলক সকল কাজের সঙ্গে থেকে আমরা সার্বিক সহযোগিতা করবো।