হাঁড়িতে ঢোকানোর সময় কামড় দেয় সাপ, কৃষকের মৃত্যু

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ | 2023-08-23 00:53:10

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হামিরহাটি গ্রামে সাপের কামড়ে আক্কাস আলী শাহ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। মৃত আক্কাস আলী শাহ ওই গ্রামের নুরুল উদ্দিন শাহ’র ছেলে।

মৃত আক্কাস আলীর ভাতিজা সাদ্দাম হোসেন শাহ জানান, শুক্রবার সকালে বাড়ির পাশে মাটি কাটছিলেন আক্কাস আলী শাহ। এ সময় একটি বিষধর সাপ গর্ত থেকে বের হয়। আক্কাস আলী শাহ সাপটি ধরে হাঁড়িতে ঢোকানোর চেষ্টা করে। এ সময় সাপটি তাকে কামড় দেয়।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর স্বজনরা তাকে হাসপাতাল থেকে ফিরিয়ে গ্রামের ওঝার কাছে নিয়ে যায়। এতে আরও অসুস্থ হন তিনি। এরপর তাকে ফের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুবিনা পারভীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর