নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলার নওগাঁ-নজিপুর মহাসড়কের মোন্নাকুড়ি মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক আলামত দেখে পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেনে ওই বৃদ্ধা।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।