রাজবাড়ীর পাংশায় চাঞ্চল্যকর এসআই আব্দুর রাজ্জাক হত্যা মামলার দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সাথে সবাইকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর নয় আসামিকে খালাস দিয়েছেন আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত সাত আসামির সবাই আটক রয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— রবিউল ইসলাম জিরুল, আকমল শেখ, কুদ্দুস, বুলু, জালালউদ্দিন, ডালিম ও তপন। এরা সবাই কালুখালী উপজেলার মৃগী এলাকার বাসিন্দা।
২০১১ সালের ১১ নভেম্বর জমি-জমা সংক্রান্ত বিষয়ে ঝগড়া বাঁধলে আব্দুর রাজ্জাককে তার প্রতিবেশীরা পিটিয়ে হত্যা করেন। তখনই ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আব্দুর রাজ্জাকের স্ত্রী রোকেয়া রাজ্জাক।
নিহত আব্দুর রাজ্জাক নারায়ণগঞ্জ জেলায় পুলিশের উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন।