স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার

ঢাকা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-07-29 19:52:32

বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে সাভারের পার্বতীনগর এলাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কলেজের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে যেভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তা নজিরবিহীন। প্রতিটি হাসপাতালে সঠিকভাবে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। যা অতীতের রেকর্ড ছাড়িয়েছ।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পায়। এরইমধ্যে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করেছে সরকার।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.আবদুল মান্নান সিকদার ও শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও খবর