ঝিনাইদহের কালীগঞ্জে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এতে নেতৃত্ব দেন।
তিনি বলেন, বিকেলে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা, জ্বালানি কাঠ ব্যবহার ও টিনের চিমনি ব্যবহার করার দায়ে পিরোজপুর এলাকার জে কে ব্রিকসের মালিক জয়নাল আবেদীনকে পাঁচ লাখ ও বারবাজার এলাকার এম ডব্লিউ টিবি ব্রিকসের মালিক ওয়াদুদ ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পিরোজপুর এলাকার জেকে ইটভাটার টিনের চিমনি ভেঙে দেওয়া হয়।
এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।