আমতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা | 2023-08-13 18:22:40

বরগুনার আমতলীতে পুকুরের পানিতে ডুবে সাব্বির (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার পশ্চিম চিলা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাব্বির আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের সোহেল সিকদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম চিলা গ্রামের সোহেল সিকদারের ছেলে শিশু সাব্বির বাড়ির পশ্চিম পাশের পুকুরের পাড়ে খেলা করছিল। কোনো এক ফাঁকে শিশু সাব্বির পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। সাব্বিরকে ঘরে না দেখে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে সাব্বিরকে পুকুরে পানিতে ভাসতে দেখে। পরে স্বজনরা পানি থেকে তুলে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করে।

এ সম্পর্কিত আরও খবর