হবিগঞ্জ সদর উপজেলার মজলিসপুর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় বেশ কিছু জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- বানিয়াচং উপজেলার নতুন পাথারিয়া গ্রামের মৃত শুকুর মোহাম্মদের ছেলে হারুন মিয়া (৪০), একই গ্রামের মো. কালু মিয়ার ছেলে আবু জাহির মিয়া (৪০), বাঘজুর গ্রামের জহুর আলীর ছেলে জালাল মিয়া (২৫) ও একই গ্রামের মৃত সামাদ আলীর ছেলে জাহির মিয়া (৩৫)।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাষ চন্দ্র সরকার জানান, মজলিসপুর এলাকায় বেশ কিছুদিন ধরেই সন্ধ্যার পর একদল জুয়াড়ি জুয়ার আসর বসায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় বেশ কিছু জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।