বরগুনার আমতলী উপজেলার খলিয়ানে সৌদিয়া পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে আমিনুর (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় এমএসবি ব্রিকসের শ্রমিক মনজু ফরাজীর ছেলে।
জানা গেছে, দুপুরের দিকে ওই এলাকায় শিশু আমিনুরকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা আমেনা বেগম। ওই সময় সৌদিয়া পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয় আমিনুর। তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।