দুপুরেও কুয়াশাচ্ছন্ন নাটোর

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-27 07:26:13

মাঘের পঞ্চম দিনে হঠাৎ বৃষ্টির পর নাটোরে জেঁকে বসেছে শীত। তাই ভর দুপুরেও কুয়াশাচ্ছন্ন নাটোর। প্রায় দুই সপ্তাহ রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পর হঠাৎ করে শীত নামায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১টার সময়ও কুয়াশার চাদরে ঢাকা নাটোরের বিভিন্ন এলাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী পরিচালক একেএম হেলাল উদ্দীন বার্তা২৪.কম-কে জানান, দুপুর ১টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, হঠাৎ করে শীতের প্রকোপ বেশি হওয়ায় ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা বেড়েছে। রোববার জেলার সবচেয়ে বড় তেবাড়িয়ার হাট শীতের কারণে জমে ওঠেনি। হাটে ক্রেতার সংখ্যাও কম দেখা গেছে। তবে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন খেটে খাওয়া ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষরা। এছাড়া সকাল থেকেই নাটোর-রাজশাহী, নাটোর-পাবনা, নাটোর-বগুড়া ও বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে হেডলাইট জ্বেলে সতর্কতার সঙ্গে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করছে।

একেএম হেলাল উদ্দীন আরও বলেন, ‘এই আবহাওয়া সামান্য ওঠা-নামায় বোরো ধান, গম, ফুলকপিসহ শীতকালীন সবজি উৎপাদনে সহায়ক হবে।

এ সম্পর্কিত আরও খবর