ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ২০১৪ সালে উত্তর কচুয়া গ্রামের ছিদ্দিকের মেয়ে শিমুর সঙ্গে বড়মৌকুড়ী গ্রামের মিথুনের বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে একমাস আগে শিমুকে তালাক দেয় মিথুন। পরে শিমু আবারো মিথুনের সঙ্গে সংসার করবে বলে ইচ্ছা পোষণ করলে শিমুর আত্মীয়-স্বজনসহ চরমৌকুড়ী গ্রামের বেশ কয়জন মিথুনের বাড়িতে যায়। এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বড়মৌকুড়ী ও চরমৌকুড়ী গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হন।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।