লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ইউপি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করা হয়েছে।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলা চেয়ারম্যান মাহব্বুরজামান আহমেদ জাতির পিতার ম্যুরালের উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রশিদুজ্জামান আহমেদ, সাবেক ডেপুটি কমান্ডার মহসিন টুলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাজেদা জামান, কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গাসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপস্থিত সবাই বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।