৭১ টিভির খুলনা ব্যুরো প্রধান রাকিবউদ্দিন পান্নু এবং ডিবিসি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদারসহ সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সংবাদমাধ্যম কর্মীরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় লালমনিরহাট মিশন মোড়ে প্রায় ২ ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। এ সময় সাংবাদিকরা সড়কের উপর বসে ক্যামেরা, ল্যাপটপ ও বুম রেখে বিক্ষোভ প্রদর্শন করে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মানববন্ধনে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ অবিলম্বে নির্যাতনে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাংবাদিক নেতারা।
সিনিয়র সাংবাদিক গোকুল রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- প্রফেশনাল জার্নালিস্ট ফোরামের সভাপতি এস দিলীপ রায়, সাধারণ সম্পাদক মাজেদ মাসুদ, মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট শাখার সভাপতি খোরশেদ আলম সাগর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সিপন ও বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট লালমনিরহাটের সভাপতি মাহফুজ সাজু প্রমুখ।
মানববন্ধন শেষে তারা কলম ও ক্যামেরা রেখে লালমনিরহাট-বুড়িমারীর মিশন মোড়ে আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।