কাপ্তাইয়ে অভিযান, ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

রাঙামাটি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-27 15:02:19

গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই হ্রদে অভিযান পরিচালনা করে ১০ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে বিএফডিসি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জেলার লংগদু উপজেলায় পরিচালিত এই অভিযানের নেতৃত্বে ছিলেন মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি রাঙামাটি শাখার ব্যবস্থাপক নৌ বাহিনীর কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক নৌবাহিনীর কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, সকাল থেকে বিকেল পর্যন্ত অন্তত ৮ হাজার মিটার বিক্রয় নিষিদ্ধ বিশেষ ধরনের জাল জব্দ করা হয়েছে।

কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার জাল জব্দ

অভিযানের খবর পেয়ে অবৈধ মৎস্য শিকারিরা সরে পড়লে কাউকে আটক করা যায়নি। অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।

নিষেধাজ্ঞা অমান্য করে রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে জাল ফেলে মা মাছ আটকে রাখছে একটি অসাধু চক্র। জেলা প্রশাসন ও কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষার দায়িত্বে থাকা বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি একাধিক বার অভিযান পরিচালনা করেও অবৈধ মৎস্য শিকারিদের ও প্রভাবশালী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের তৎপরতা বন্ধ করা যাচ্ছে না।

এ সম্পর্কিত আরও খবর