ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের চাপায় প্রভাত শর্মা (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জসিম উদ্দিন আহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারের তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রভাত শর্মা ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকার তপন শর্মার ছেলে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে সেলুন ব্যবসায়ী প্রভাত শর্মা তার দোকানের কর্মচারী জসিম উদ্দিনকে সঙ্গে নিয়ে শৈলকুপার ধলহরাচন্দ্র গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই প্রভাত শর্মা মারা যান। আহত হন জসিম উদ্দিন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।