কুমিল্লায় ৬শ পিস ইয়াবাসহ শারমিন আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল জেলার কোতোয়ালী থানার সংরাইশ এলাকা থেকে তাকে আটক করে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার, কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃত শারমিন আক্তার কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুর পাড়া এলাকার মাদক ব্যবসায়ী জনির স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শারমিন জানায়, সে দীর্ঘদিন যাবত কুমিল্লার কোতোয়ালী থানার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। সে মোবাইলফোন ব্যবহার করে বিভিন্ন লোকদের সাথে মাদক ব্যবসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করত বলে স্বীকার করেছে। এছাড়া ওই নারী মাদক ব্যবসায়ীর স্বামী মাদকের মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।