পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-24 04:18:03

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের সদর হাসপাতালের কোয়ার্টারের সামনের রাস্তা থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া শহর ১নং ফাঁড়ির ইনচার্জ প্রভাস চন্দ্র দাস জানান, রাস্তার পাশে সদর হাসপাতালের কোয়ার্টারের সামনে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও খবর