ঘন কুয়াশার কারণে দেড় ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে ফেরিঘাট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর ৫টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় ভোর সাড়ে ৩ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কম'কে বলেন, 'মধ্য রাত থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। ভোর সাড়ে ৩টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ভোর ৫টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয় বলেও জানান তিনি।'