সাবেক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল বলেছেন, স্বাধীনতার পরে জিয়ার নির্দেশে বঙ্গবন্ধু ও জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। তারপর তিনি বিএনপি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। আর বিএনপি হলো বাংলাদেশ নষ্ট পার্টি।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদরের জামিরতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান কামাল অভিযোগ করেন, খালেদা জিয়া হরতাল-অবরোধ করে অগ্নি-সন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষ হত্যা করেছেন। আর এতিমের টাকা নিয়ে দুর্নীতি করায় তিনি এখন জেলে রয়েছেন। তার নির্দেশেই একুশে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়।
জামিরতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ এবং চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ।