তালিকা থেকে অ-মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে বাদ দেওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন প্রকৃত মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আয়োজনে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক মুক্তিযোদ্ধা মানববন্ধনে অংশ নেন।
মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান লাভলু, শহীদুল্লাহ, আবু হুরায়রা, শহীদুল হক, শুভস চন্দ্র দাস, হাবিলদার তারা মিয়া প্রমুখ।