মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকচাপায় আহত উপপরিদর্শক (এসআই) মো. কফিল উদ্দিন মারা গেছেন।
রোববার (২২ ডিসেম্বর) সকালে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার।
কফিল উদ্দিনের বাড়ি জামালপুর জেলায়। তিনি সিংগাইর থানার উপপরিদর্শক ছিলেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, ১৪ ডিসেম্বর সকালে ধল্লা পুলিশ ফাঁড়ির সামনে একটি ট্রাক এসআই কফিলকে চাপা দেয়। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৮ দিন অচেতন থাকার পর রোববার সকালে মারা যান তিনি। এ ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক-সহযোগী পালিয়ে গেছে।