ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন মামুনের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেই কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য তিনমাসের জন্য ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে রিফাত শিকদারকে আহ্বায়ক ও তানভীর হাসান আজহার, মো. সিরাজুস সালেকিন (মিম), রফিকুল ইসলাম রাব্বি, রবিউল সানি, হান্নান শিকদার, মিনহাজুর ইসলাম হৃদয়, মাইনুদ্দিন আহমেদ রনি ও মো. রাফি হোসেন শিয়নকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সদস্য করা হয়েছে ২৩ জনকে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন জানান, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আগের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। এ কারণেও সাংগঠনিক গতিশীলতা আনার জন্য ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।