বরগুনার আমতলীতে মো. জসিম উদ্দিন (২৬) নামের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কুরিয়ারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জসিম উদ্দিন উপজেলার চলাডাঙ্গা এলাকার মৃত ওসমান হাওলাদারের ছেলে।
র্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খান বার্তা২৪.কমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে উপজেলার কুরিয়ারঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।