ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে সড়ক দুর্ঘটনায় মুন্না হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না সদর উপজেলার পুটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। আহত সুমন একই উপজেলার গোবিন্দপুর গ্রামের সম্ভুর ছেলে।
হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এএসআই মজলেম তালুকদার জানান, মুন্না ও সুমন মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছিলো। হাটগোপালপুর পাওয়ার হাউজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পাওয়ার ট্রিলারের ট্রলির সাথে সজোরে ধাক্কা দেয়। এতে ২ জনই গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। আহত সুমনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।