কুষ্টিয়ায় দু’টি মুড়ি কারখানাকে জরিমানা

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-20 11:17:29

কুষ্টিয়া সদর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হরিনারায়নপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। তাকে সহায়তা করেন কুষ্টিয়া সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরিন।

সেলিমুজ্জামান বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি, মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, ওজন ও সর্বোচ্চ খুচরা মূল্য না লেখার অপরাধে গ্রামীণ দেশী চালের মুড়ি কারখানার ম্যানেজার শ্যামল কুমার সাহা ও সন্ধ্যা মুড়ি কারখানার ম্যানেজার নন্দদুলাল সাহাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

এ সম্পর্কিত আরও খবর