আজ ৬ ডিসেম্বর। ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর আক্রমণে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানী হানাদার ও তাদের দোসররা। আকাশে ওড়ে লাল সবুজের স্বাধীন পতাকা। মুক্তির মিছিল ছড়িয়ে পড়ে জেলা থেকে গ্রাম-গ্রামান্তরে।
মুক্তিযোদ্ধারা জানান, জেলায় প্রথম যুদ্ধ সংগঠিত হয় সদর উপজেলার বিষয়খালীতে। এছাড়াও শৈলকুপা থানা আক্রমণ, গাড়াগঞ্জ, কামান্না, আলফাপুর ও আবাইপুরের যুদ্ধ আজও স্মৃতিতে অম্লান। ৫ ডিসেম্বর বিকালে মুক্তি ও মিত্রবাহিনী পাক সেনাদের ঘাঁটি ঝিনাইদহ ক্যাডেট কলেজ লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে। ৬ ডিসেম্বর সকালে পাকসেনারা ঘাঁটি ছেড়ে মাগুরার দিকে পালিয়ে যায়। অনেক পাক সেনা বন্দী হন। এরপর ঝিনাইদহ জেলা হয় হানাদার মুক্ত।
শত্রুমুক্ত জেলায় হাজার হাজার মানুষ ঘর থেকে রাস্তায় নেমে আনন্দ উল্লাস করতে থাকে। আর স্বাধীন বাংলার জন্য অপেক্ষা শুরু করে। পাকিস্তানি বাহিনীর সেদিনের ভয়াবহ নির্যাতনের কথা আজও স্মরণ করেন স্থানীয়রা।