গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে তিন মাদক কারবারিসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ১১০ গ্রাম হেরোইন ও ৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার ধানঘরা গ্রামের নাছির উদ্দিনের ছেলে রাসেল হাবিব বাবু (৪০), মৃত ফজলুর রহমানের ছেলে মিন্টু মিয়া (৩৭), কোমরনয় গ্রামের আব্দুল কাশেম মিয়ার ছেলে হায়দার আলী (৩৫), পশ্চিম গোবিন্দপুর গ্রামের মৃত জাহিদ হাসান মধুর ছেলে মাইদুল ইসলাম (৩৮) ও পূর্বপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে আলমগীর হোসেন মিন্টু (৩০), গোবিন্দগঞ্জ উপজেলার আর্জি সাহাপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫, পন্টু সরকারের ছেলে আলম সরকার (৩২) ও পলাশবাড়ি উপজেলার জামালপুর (অফিসের হাট) গ্রামের মৃত শামছুল হকের ছেলে শাহজাহান আলী (৫০)।
গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীর ও আলমের কাছে থাকা ১১০ গ্রাম হেরোইন ও শাহজাহানের কাছে থাকা ৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। অপর ৫ জনকে মাদক সেবনের দায়ে গ্রেফতার করা হয়েছে।