বরগুনার বামনার আমুয়া ফেরিঘাট এলাকায় দুইটি ট্রলারসহ দুই মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই জাটকা ব্যবসায়ীকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান চালানো হয়। পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. রইছ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় উপজেলার বামনার আমুয়া ফেরিঘাটে অভিযান চালায় র্যাব। এ সময় দুইটি ট্রলার থেকে দুই মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পাশাপাশি দুই জাটকা ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- লেমুয়া এলাকার মৃত মোবারক আলির ছেলে আশরাফ আলি (৭০), পটুয়াখালী জেলার মহিপুর থানার খাজুরা এলাকার নুরু আকনের ছেলে ফরিদ (৩০)।
এ অভিযান পরিচালনা করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা।