গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পাঁচপীর বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী গ্রামের রায়হান (২৭) সুমন মিয়া (২৭), ইমাম হোসেন (২৬) ও চণ্ডিপুর গ্রামের মোজহিদ মোহাম্মদ দারুল (২৫)। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে।
গাইবান্ধা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক সফিউল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।