গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় খায়রুল ইসলাম (৫৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম ধাপেরহাট ইউনিয়নের মধ্য নিজপাড়া (সদ্দরপাড়া) গ্রামের খেজের উদ্দিনের ছেলে। তিনি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকার বাসিন্দা ও রংপুর বেতার কেন্দ্রের দোতারা বাদক ও কণ্ঠ শিল্পী।
স্থানীয়রা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ওই স্থানে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খাইরুল ইসলামকে ধাক্কায় দেয়। এতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় খাইরুল ইসলাম মারা যান।
পলাশবাড়ী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মাসুদ রানা বার্তা২৪.কম-কে বলেন, দুর্ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছি।