জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ৭ হাজার ৪০০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।
সাদ্দাম হোসেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরবামুনেরচর গ্রামের আবুল হাসেমের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এম এম ময়নুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে অটোরিকশায় ইয়াবা নিয়ে জামালপুরে যাচ্ছিল সাদ্দাম হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ সীমান্তের তারাটিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় অটোরিকশাতে তল্লাশি চালিয়ে সাত হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে মাদক আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।