রাণীশংকৈল উপজেলা আ.লীগ সভাপতি সইদুল, সম্পাদক তাজ

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও | 2023-08-30 12:24:37

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হক সভাপতি এবং তাজ উদ্দীন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তোজাম্মেল হক মঞ্জু এ ঘোষণা দেন।

এর আগে দুপুরে রাণীশংকৈল মডেল স্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজ উদ্দীন।

সম্মেলনে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, সদর উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশ দত্ত টিটোসহ জেলা ও উপজেলা আ.লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর