ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাবেক এমপি ইমদাদুল হককে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রেজুয়ানুল হক বিপ্লবকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে তাদের নাম ঘোষণা করা হয়।
এর আগে দুপুরে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. সাদেক কুরাইশী, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম প্রমুখ।
সম্মেলনে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা উপস্থিত ছিলেন।