বরগুনার আমতলীতে ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক মামলার আসামি মো. নাসির খানকে (৩০) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাসির খান লোচা এলাকার আ. লতিফ খানের ছেলে।
জানা গেছে, বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।