গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় বিয়ের একদিন পরই রাহেলা বেগম নামে এক নববধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) রাতে মারা যান ওই নববধূ।
জানা গেছে, ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের ওসমান আলীর (৬২) স্ত্রী কিছু দিন আগে মারা যান। এ কারণে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ছত্রগাছা গ্রামের রাহেলা বেগমকে (৫০) বিয়ে করেন তিনি। ওই রাতেই নববধূকে বাড়িতে নিয়ে আসেন। বুধবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় মারা যান রাহেলা বেগম।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল বলেন, ‘ওই নববধূর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।’