লক্ষ্মীপুরের কমলনগরে যৌতুকের দাবিতে স্ত্রী বিবি সাজুকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী আক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সিরাজুদৌলাহ কুতুবী এই রায় দেন।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবুল বাসার বলেন, সব প্রমাণ ও সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় আক্তারকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আক্তার কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের বেচু ব্যাপারীর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে আক্তার যৌতুকের দাবিতে বিবি সাজুকে মারধর করে। এক পর্যায়ে শ্বাসরোধ করে সাজুকে হত্যা করা হয়। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি সাজুর বাবা শাহে আলম বাদী হয়ে আক্তারের বিরুদ্ধে কমলনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।