শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ে ইমাম ও গ্রাম পুলিশের ভূমিকা বিষয়ক কর্মশালা কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ আমাদের দেশের দীর্ঘ দিনের একটি সামাজিক অভিশাপ। বাল্যবিবাহের অভিশাপ একজন নারীকে পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে দেয় না। নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে ইমামের পাশাপাশি গ্রাম পুলিশদেরও এগিয়ে আসতে হবে।
ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে, ইউনিসেফের জেলা কর্মকর্তা গোলাম কিবরিয়া, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার প্রমুখ। কর্মশালায় মহিলা বিষয়ক অফিসারসহ দুই উপজেলার ইমাম ও গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।