জামালপুরের ইসলামপুরে পাঁচ লাখ টাকার মাদকসহ আব্দুল মান্নান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নয়টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের আইরমারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মান্নান, শেরপুরে সদরের গোয়ালপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।
সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া এসব তথ্য জানান।
তিনি জানান, আব্দুল মান্নানের শ্বশুর বাড়ি আইরমারী গ্রামে। সেখানে থেকেই দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা করছিলেন। তার বিরুদ্ধে নয়টি মাদক মামলা রয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আইরমারী গ্রামে অভিযান চালিয়ে জনৈক মো. হাবিবুর রহমানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম হিরোইন এবং ১০ পিস ইয়াবাসহ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৩ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার (২৭ নভেম্বর) সকালে আব্দুল মান্নানকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।