সিরাজগঞ্জের শাহজাদপুরে এক শিশুকে ধর্ষণের দায়ে হাবু খাঁ (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত হাবু শেখ উপজেলার ডায়া খাঁ পাড়া গ্রামের শের আলী খাঁর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জুন সকালে উপজেলার হামলা কোলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দিন ১১ বছরের মেয়েটি প্রাইভেট পড়তে যাচ্ছিলো। পথিমধ্যে হাবু খাঁ পথরোধ করে। পরে তাকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে হাবু খাঁকে আসামি করে থানায়
মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দিলেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু ও এপিপি অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল আজিজ আনসার।