কুষ্টিয়ায় পাঁচ গ্রাম হেরোইনসহ জুয়েল রানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের কুঠিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী জুয়েল রানা শহরের কুঠিপাড়া এলাকার ঠান্টু আলীর ছেলে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের দিকনির্দেশনায় এসআই রেজাউল ও এসআই সাহেব আলী শহরে অভিযান চালায়। এসময় পাঁচ গ্রাম হেরোইনসহ জুয়েল রানাকে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।