গাইবান্ধার গোবিন্দগঞ্জ ধানাধীন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৪ পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মাসিক সভায় বিভিন্ন ক্যাটাগরিতে তাদের এই পুরস্কার দেওয়া হয়।
স্বীকৃতি প্রাপ্ত অফিসাররা হলেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান, বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমরানুল কবির, এসআই শফিকুল ইসলাম ও এএসআই শওকত আলম সিদ্দিকী।
গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, কর্ম এলাকার অভ্যন্তরীণ শৃঙ্খলা সমুন্নত রাখতে পারফরম্যান্স হিসেবে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাদেরকে মূল্যায়ন করা হয়।