বরগুনার বামনায় ৫শ গ্রাম গাঁজাসহ জাফর সরদার (৩১) নামের এক মদক ব্যবসায়ী কে আটক করেছে বামনা থানা পুলিশ।
রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার উত্তর ডৌয়াতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী জাফর ডৌয়াতলা গ্রামের আলতাফ সরদার ছেলে জাফর।
পুলিশ সূত্রে জানা যায়, গাঁজা বিক্রি হয় এমন সংবাদের ভিত্তিতে বামনা থানা পুলিশের একটি টিম অভিযান চালায় উত্তর ডৌয়াতলা গ্রামের আলতাফ সরদার বাড়িতে। এসময় তার বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ তার ছেলে জাফরকে আটক করে পুলিশ।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কম কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ জাফর নামের একজন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।