গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অতিথি পাখি শিকারের দায়ে নুরুন্নবী শেখ (৫৩) নামের এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার মহিমাগঞ্জ এলাকার একটি বিলে জাল দিয়ে ফাঁদ পেতে অতিথি পাখি শিকার করছিলেন নুরুন্নবী শেখ। এ সময় পুলিশ তাকে আটক করে।
পরে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নুরুন্নবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুরুন্নবীকে পাখিসহ আটক করা হয়েছে।