কুষ্টিয়ার কুমারখালীতে শিশু (৮) ধর্ষণের অভিযোগে শাজাহান আলী (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজা দেয়া হয়।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর বিকেলে কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল রহিমের ছেলে শাজাহান আলী নিজ ঘরে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। পরে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।