কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শোয়ার ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সোনাইকুণ্ডি গ্রামে পাশাপাশি দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, স্বামী পরিত্যক্তা ছানোয়ারা খাতুন ও তার ছেলে রাজের (৯) মরদেহ শোয়ার ঘরে পড়ে থাকতে দেখে সোমবার সকালে স্থানীয়রা পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।