গাইবান্ধায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী।
রোববার (১৭ নভেম্বর) জেলার ৭ উপজেলায় ৯৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪৭ হাজার ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ হাজার ৪৪৮ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৮ হাজার ৮২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ২৯৪ জন।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন জানান, আজ রোববার পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।