কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ডুবে নূর মোহাম্মদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার গোলাপনগর বাঙালপাড়া এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাঙালপাড়া এলাকার রহমত উল্লাহর দুই বছরের শিশু নূর মোহাম্মদ দুপুরের দিকে বাড়ির পাশে খেলতে খেলতে পদ্মা নদীতে ডুবে যায়।
পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেলের দিকে পদ্মা নদীতে স্থানীয়রা ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।