গাইবান্ধায় চোরাই মোটরসাইকেলসহ ৫ মামলার আসামি জাকির হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধা সদরের মালিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন মালিবাড়ি এলাকার আবদুর রশিদ মিয়ার ছেলে।
জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গ্রেফতারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে চুরি সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে। সেগুলোর গ্রেফতারি পরোয়ানা ছিল।
ফের তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি